চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্ব। ৩০ ম্যাচের খেলা শেষে এবার অপেক্ষা প্লে-অফ পর্বের। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এলিমিনেটর জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলকে নিয়ে বুধবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল শুক্রবার। শিরোপার লড়াই এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় নেওয়া হয়েছে।
রাজশাহী ওয়ারিয়র্স ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে লিগ পর্ব শেষ করেছে। শেষ ম্যাচ হারলেও চট্টগ্রাম ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ও চট্টগ্রাম।
চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেয়েছে রংপুর রাইডার্স, তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে তারা। এলিমিনেটরে খেলতে হবে রংপুরকে, যেখানে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে সিলেট। প্রথম পর্ব থেকেই বাদ পড়েছে ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেস।
প্লে-অফের সূচি (সব ম্যাচ মিরপুরে)
- ২০ জানুয়ারি- এলিমিনেটর (রংপুর-সিলেট), বেলা ১টা
- ২০ জানুয়ারি- ১ম কোয়ালিফায়ার (রাজশাহী-চট্টগ্রাম), সন্ধ্যা ৬টা
- ২১ জানুয়ারি- ২য় কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬টা
- ২৩ জানুয়ারি- ফাইনাল, সন্ধ্যা ৬টা