জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে ২ রান নিয়ে দলকে ৩ উইকেটে জয় এনে দেন দুশমান্থা চামিরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
আগে ব্যাট হাতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৪২ বলে ৬২ রান করেন তিনি। পাঁচটি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।
জবাবে শ্রীলঙ্কার শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। একের পর এক উইকেট হারিয়েছিল তারা। ৮৩ রান করতেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল স্বাগতিক দল। এর মাঝে ৩৮ বলে ৪৬ রান করে অ্যাঞ্জেলো ম্যাথুজ কিছুটা বিপর্যয় রোধ করেন। এছাড়া শেষ দিকে ১৮ বলে ২৬ রান করে কার্যকরী এক ইনিংস খেলেন দাশুন শানাকা।
ম্যাচ জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার পড়ে ১৬। এর মাঝে চুতর্থ বলে উইকেট হারিয়ে শেষ দুই বলে ৬ রান দরকার হয়। দুশমান্থা চামিরা প্রথম বলে বাউন্ডারি হাঁকানোর পর শেষ বলে ২ রান করে দলকে জয় এনে দেন।
ম্যাচে দুটো রেকর্ডও হয়েছে। দুই দল মিলে ২৮৭ রান করেছে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যেকার টি-২০ ম্যাচে এটাই সবচেয়ে বেশি রানের ম্যাচ। অন্যদিকে জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাজা চারটি ক্যাচ নিয়েছেন। জিম্বাবুয়ের হয়ে টি-২০ ম্যাচে কোনো ফিল্ডারের এক ম্যাচে এটা সর্বাধিক ক্যাচ নেওয়ার ঘটনা। এর আগে এ কীর্তি ছিল ভুসি সিবান্দা। তিন ক্যাচ নিয়েছিলেন তিনি।