অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি টাইগাররা। চতুর্থ দিনে তাসকিনের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫১ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
অলআউট করলেও প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। ১৮১ রানে পিছিয়ে থাকা অবস্থায় প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ।
চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট।
১৫ রানে ব্যাট করছেন জাকের আলি, আর এখনো রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৬/৬৪)।