ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে নাহিদ রানাকে দলে নেওয়ার কথা ঘোষণা দিয়েছে বিসিবি। টেস্ট ও ওয়ানডের পর এবার বাংলাদেশ টি-টোয়েন্টি দলেও জায়গা পেলেন এই পেস বোলার। তাকে নিয়ে বাংলাদেশ স্কোয়াড এখন ১৬ জনের।
নাহিদ রানা ওয়ানডে সিরিজ শেষে দলের সঙ্গে গিয়েছিলেন সেন্ট ভিনসেন্টে। সেখানে অনুশীলন করেন টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুতে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন তিনি।
বাংলাদেশের কোচ ফিল সিমন্স টেস্ট সিরিজের সময়ই বলেন, এ সফরে টি-টোয়েন্টিতেও নাহিদকে দেখতে চান তারা। তার পথ ধরে জায়গা পেলেন টি-টোয়েন্টি দলেও। নাহিদ রানার টি-টোয়েন্টি অভিষেক উইন্ডিজে হওয়ার সম্ভাবনা আছে। নাহিদ রানা ছাড়াও দলে প্রথমবার ডাক পেলেন পেসার রিপন মণ্ডল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। সেন্ট ভিনসেন্টে ভোর ৬টা থেকে শুরু প্রতিটি ম্যাচ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।