শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে দল ঘোষণা করা হয়। 

১৬ সদস্যের দলের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেভন জ্যাকবস। তাঁকে নেওয়া হয়েছে শুধু টি-টোয়েন্টির জন্যই। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৩৩.৫০ গড়ে ১৩৪ রান করেছেন জ্যাকবস। ১৮৮.৭৩ স্ট্রাইকরেটেই বোঝা যায় টি-টোয়েন্টিতে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে জ্যাকবসের এবার অভিষেক হয়েও যেতে পারে।

শ্রীলঙ্কা সিরিজে নিউজিল্যান্ডের ১৬ ক্রিকেটারের ১০ জন খেলবেন দুই সিরিজে। স্যান্টনারের সঙ্গে এই তালিকায় থাকছেন মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জ্যাকব ডাফি, মিচ হে, মার্ক চ্যাপম্যান ও নাথান স্মিথ। যাঁদের মধ্যে হে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৫ ম্যাচ। স্মিথ ৪ ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের জার্সিতে। ওয়ানডে, টি-টোয়েন্টি দুটিই খেলেছেন হে। তবে স্মিথের এখনো ওয়ানডে খেলা হয়নি।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, মিচ হে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম ও ইলিয়াম ও'রোরকে।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: 
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, মিচ হে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচিন রবীন্দ্র, জ্যাক ফুলকস, বেভন জ্যাকবস ও টিম রবিনসন।