চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে ধরল বিসিবি।
লাল-সবুজের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে এবারের জার্সিতে রাখা হয়েছে সোনালি রঙের বাঘের অবয়ব। বিসিবির প্রকাশিত ভিডিওতে নতুন জার্সি পরে দেখা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটার।
ভিডিওতে বলা হয় ‘শত সংকট, শত সংশয়,জয়ের হাতছানি থেকে শত হতাশার ভয়, সর্বদা সাথে ছিল একতায়, এই সারা বাংলাদেশ’। যেখানে দেখা গেল বাংলাদেশের দলে থাকা ১৫ জন ক্রিকেটারকে।
১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।