বাংলাদেশের হয়ে আইসিসির বড় আসর মানেই মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভরসা খোঁজা। বয়স বাড়লেও তার অভিজ্ঞতা এবং দায়িত্ববোধ এখনও দলের জন্য অমূল্য সম্পদ। চোটের কারণে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই গড়লেন এক অনন্য রেকর্ড।
এই ম্যাচ খেলার মাধ্যমে মাহমুদউল্লাহ হয়ে গেলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ব্যাটার। ম্যাচের দিন তাঁর বয়স ছিল ৩৯ বছর ১৯ দিন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই অভিজ্ঞ ব্যাটার প্রায় দেড় যুগ ধরে লাল-সবুজের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন ওয়ানডে ফরম্যাটে।
তবে ব্যক্তিগত এই অর্জনের ম্যাচটা মাহমুদউল্লাহর জন্য মোটেও মনে রাখার মতো হয়নি। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে তিনি তেমন কিছু (৪) করতে পারেননি। তার ব্যাট থেকে বড় ইনিংস না আসায় বাংলাদেশও খুব বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার তানজিম হাসান সাকিব। আজকের দিনে তার বয়স ২২ বছর ১২৭ দিন।