জটিল সমীকরণে সেমিফাইনাল

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই পরিত্যক্তের শঙ্কা

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের দুই দল নিশ্চিত হয়ে গেছে। তবে ‘বি’ গ্রুপের সমীকরণ এখনো বেশ জটিল। চার দলই মাত্র একটি করে ম্যাচ খেলেছে, তাই সেমিফাইনালে কারা যাবে, সেটি নির্ধারণ হতে আরও সময় লাগবে।

আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল প্রথম ম্যাচে জয় পাওয়া দুই দল—অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। কিন্তু রাওয়ালপিন্ডির বৃষ্টি পুরো খেলাটাই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টসই হয়নি।

ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে? বৃষ্টি যদি না থামে এবং ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে দুই দলই সমান এক পয়েন্ট করে পাবে, ফলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৩। এতে করে আগামীকাল ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের গুরুত্ব বেড়ে যাবে।

যদি ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে কোনো দল হারে, তবে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেক কমে যাবে। যদি আজকের ম্যাচসহ গ্রুপের শেষ দুটি ম্যাচও পরিত্যক্ত হয়, তবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই সেমিফাইনালে চলে যাবে।

আজকের ম্যাচ পরিত্যক্ত হলে এবং শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তাহলে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের বিজয়ী দল তাদের শেষ ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে চলে যাবে।

এই জটিল সমীকরণের মধ্যেই বৃষ্টি এখনো ম্যাচ শুরুর সম্ভাবনাকে দূরে সরিয়ে দিচ্ছে। রাত ৮:৩২-এর মধ্যে যদি মাঠ খেলার উপযুক্ত হয়, তাহলে ২০ ওভারের ম্যাচ হতে পারে। তবে বৃষ্টি যদি থামতে দেরি করে, তাহলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই পরিত্যক্ত হওয়া প্রায় নিশ্চিত।