ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিক

বেশি সময় নিলেন না মুশফিকুর রহিমও। ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিলেন বাংলাদেশের এই সিনিয়ার ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে দলে এখনো মুশফিক কেন খেলেন-এই প্রশ্ন উঠেছিল জোরে সোরে। বিসিবিও তাদের সিদ্ধান্ত একপ্রকার জানিয়েই দিয়েছিল। অপেক্ষায় ছিল অবসরের সিদ্ধান্তটা যেন সিনিয়র ক্রিকেটাররা নিজেরাই নেন। মুশফিক সেই বাস্তবতা মেনে নিয়েই ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বুধবার রাতে। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে মুশফিক এই সিদ্ধান্ত জানান।

বছর কয়েক আগে মুশফিক টি- টোয়েন্টি ক্রিকেট থেকেও সরে দাড়িয়েছিলেন। এবার ওয়ানডের জার্সিও তুলে রাখলেন। এখন তাকে কেবল টেস্ট ক্রিকেটেই দেখা যাবে।

২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা মুশফিক বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৭৪ ওয়ানডে। ৩৬.৪২ গড়ে তার ব্যাটে এসেছে ৭ হাজার ৭৯৫ রান। তার ব্যাটে ৯ সেঞ্চুরির পাশাপাশি এসেছে ৪৯ হাফ সেঞ্চুরি। প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

নিজের বিদায়ী বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমরা সীমিত সাফল্য পেয়েছি। এর মধ্যে একটাই নির্দিষ্ট ছিল- তা হলো যখন জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছি তখনই আমি আমার শতভাগ দিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝেছিলাম, এটাই আমার ভাগ্য। আশা করি সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং সকলকে ঈমান কবুল করবেন। শেষ বলতে চাই, আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিচ্ছি। যাদের জন্য শেষ ১৯ বছর ক্রিকেট খেলেছি।’