পিসিবি চেয়ারম্যান ক্রিকেটের কিছুই বোঝেন না: শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান  মহসিন নাকভিকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন দেশেটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

পাকিস্তানের সামা টিভিকে শহীদ আফ্রিদি বলেছেন, ‘কয়েক দিন আগে লাহোরে আমি চেয়ারম্যান মহসিন নাকভি সাহেবের সঙ্গে দেখা করেছি। গাদ্দাফি স্টেডিয়ামের বিষয়ে যে উদ্যোগ নেয়া হয়েছে, তা সুন্দর এবং বেশ ভালো। তিনি কাজ করেছেন, এবং আরও কাজ করতে চান।’ 

আফ্রিদির আরও বলেন, ‘তিনি (মহসিন নাকভি) ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝেন না। যখন তুমি ক্রিকেট সম্পর্কে জানো না, তখন তোমার উচিৎ ভালো, টেকনিক্যাল মানুষদের সঙ্গে কাজ করা যাদের খেলাধূলার সঙ্গে সম্পর্ক আছে।’ 
 
আফ্রিদি মনে করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডে অভিজ্ঞ এবং পেশাদারদের অভাব রয়েছে। যে কারণে সিনিয়র দলের পারফরম্যান্সের অবনতি ঘটছে। দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তাও দেখছেন আফ্রিদি।   
 
‘নির্বাচক কমিটি এবং পরিচালক যারা আছেন, তারা কেউ ক্রিকেট বোঝে না, তারা সবাই আমলা। ক্রিকেটের সাথে তাদের সম্পর্ক কি? কেন তারা নির্বাচক কমিটির চেয়ারে বসে আছে? কেন তারা ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালাচ্ছে?’ 
 
আফ্রিদি আরও বলেন, ‘সবাই পাকিস্তান দলকে দেখছে। তোমার উচিৎ ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করা। অভিবাবক যদি ভালো হয়, তাহলে বাচ্চারা আপনা-আপনি ভালো হবে।’ 
 
মহসিন নাকভি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে পাঞ্জাবের প্রাক্তন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। ২০২৪ সালে তিনি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।