নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অভিষেক ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে দল গড়েছে ৩ উইকেটে ২৭১ রানের বিশাল স্কোর, যা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নারী দলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাইল্যান্ড অধিনায়ক। শুরুটা অবশ্য কিছুটা ধাক্কা খেয়েই করে টাইগ্রেসরা। অভিষেক ম্যাচে নামা ইসমা তানজিম মাত্র ৮ রান করে ফেরেন প্যাভিলিয়নে।
তবে এরপর ইনিংস গুছিয়ে নেন ফারজানা হক এবং শারমিন আখতার। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ শতরানের জুটি। ফারজানা করেন ৮২ বলে ৫৩ রান।
চারে ব্যাট করতে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিনের সঙ্গে গড়েন আরেকটি বড় জুটি। নিগার খেলেন দারুণ এক ইনিংস, তুলে নেন অভিষেক ওয়ানডে শতক। তাঁর এই সেঞ্চুরিই টাইগ্রেসদের ইনিংসে এনে দেয় বাড়তি গতি এবং আত্মবিশ্বাস।
এই ম্যাচে পাওয়া ২৭১ রানের সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ গড়েছে নারী ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান করার রেকর্ড।
ফারজানা করেন ৮২ বলে ৫৩ রান। তারপরই ব্যাট হাতে হাল ধরেন অধিনায়ক নিগার ও সেট হয়ে যাওয়া শারমিন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৩৮ বলে ১৫২ রানের দুর্দান্ত জুটি। নিগারের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি আসে ৮০ বলে, যা বাংলাদেশের ইতিহাসে দ্রুততম নারী ওয়ানডে সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তিনি তুলেন ১০১।
সেঞ্চুরি না পেলেও দুর্দান্ত ইনিংস খেলেছেন শারমিন আখতার। তিনি অপরাজিত ৯৪ রানে, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।
ওয়ানডে ক্যারিয়ারে ৫৩টি ম্যাচ খেলে ফেললেও শতরান করতে পারেননি জ্যোতি। আজ সে অপেক্ষা ঘুচেছে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৫০ ওভারে, ২৭১/৩ (নিগার সুলতানা জ্যোতি ১০১, শারমিন আখতার ৯৪*, ফারজানা হক ৫৩)