রেলিগেশন রুদ্ধশ্বাসে টিকে গেল ব্রাদার্স, নেমে গেল পারটেক্স ও শাইনপুকুর

ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন লড়াইয়ের শেষ রাউন্ডে দারুণ এক নাটকীয়তা উপহার দিল ব্রাদার্স ইউনিয়ন। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অলিখিত ফাইনাল জিতে নিজেদের অবস্থান ধরে রাখল প্রিমিয়ার লিগে। শেষ পর্যন্ত ১১৩ রানের জয়ে তারা নিশ্চিত করেছে নিজেদের টিকে থাকা, আর বিদায় নিয়েছে পারটেক্স ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ব্রাদার্স। ওপেনার মাহফিজুল ইসলাম ও অধিনায়ক মাইশুকুর রহমান গড়ে তোলেন ১২০ রানের জুটি। যেখানে মাইশুকুরের ব্যাট থেকে আসে ৫০ রান। তবে মূল মঞ্চের আলো কাড়েন মাহফিজুল, যিনি মাত্র ২ রানের জন্য শতক মিস করলেও খেলেন ৯৮ রানের দুর্দান্ত ইনিংস, মারেন ৫ ছক্কা ও ১০ চার।

মিজানুর রহমান (৪২) ও আইচ মোল্লা (৪৮)-এর ঝলক এবং বাকিদের ছোট ছোট অবদানে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে জমা পড়ে ২৯৪ রান।

রান তাড়ায় নামা পারটেক্স নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। এক প্রান্তে ওপেনার আদিল ৭৪ বলে ৮৫ রান করে কিছুটা চেষ্টা চালান। তবে তাতে শেষ রক্ষা হয়নি। ব্রাদার্সের ঘূর্ণি আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস।

রকিবুল আতিক ও অলক কাপালি তিনটি করে উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন, সঙ্গে শাকিলের দুটি উইকেট পারটেক্সকে ৩৭.১ ওভারে ১৮১ রানে গুটিয়ে দেয়।

এই জয়ের ফলে ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট দাঁড়ায় ৯, যা তাদের প্রিমিয়ার লিগে টিকে থাকতে যথেষ্ট। অন্যদিকে ৮ পয়েন্ট পাওয়া পারটেক্স ও ২ পয়েন্টে থেমে যাওয়া শাইনপুকুর নেমে গেছে প্রথম বিভাগে।

ম্যাচসেরা মাহফিজুল ইসলাম, যিনি কঠিন সময়ে নিজের ব্যাটে দলকে জয়ের পথে ঠেলে দেন। টিকে থাকার এই লড়াইয়ে তার ইনিংস ছিল অবিস্মরণীয়।

এদিকে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠেছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব। ফলে আগামী মৌসুমে দেখা যাবে ভিন্ন দুই দলের অভিষেক, আর থাকবে না পারটেক্স ও শাইনপুকুরের চেনা মুখ।