ফের নিষেধাজ্ঞা, খেলতে পারছেন না তাওহীদ হৃদয়

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স পর্বে মাঠের লড়াইয়ের বাইরে সবচেয়ে বড় আলোচনার নাম এখন তাওহীদ হৃদয়। আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসাদাচরণের দায়ে শাস্তি হয়েছিল মোহামেডান অধিনায়কের। সেই শাস্তি বাতিল নিয়ে তৈরি হওয়া বিতর্ক শেষ হতে না হতেই আবারও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন করে বিপাকে পড়েছেন হৃদয়।

আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারের প্রতি অসন্তোষ দেখান হৃদয়। ওয়াসি আহমেদের বলে ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট হলেও, সিদ্ধান্ত নিয়ে মাঠেই অপ্রসন্ন প্রতিক্রিয়া দেখান তিনি।

ম্যাচ শেষে বিসিবির আম্পায়ার্স কমিটি হৃদয়ের ওপর ১০ হাজার টাকা জরিমানা এবং ১টি ডিমেরিট পয়েন্ট আরোপ করেছে। এর ফলে হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়ালো আটে। নিয়ম অনুযায়ী, আট ডিমেরিট পয়েন্ট মানেই চার ম্যাচের নিষেধাজ্ঞা। পাশাপাশি ম্যাচ শেষে শুনানিতে অংশ না নেয়ায় তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানিয়েছে বিসিবি।

এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে- মঙ্গলবার আবাহনী ও মোহামেডানের মধ্যকার সুপার সিক্সের 'অলিখিত ফাইনালে' খেলতে পারবেন না তাওহীদ হৃদয়। মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হলেও সরাসরি মুখোমুখি লড়াইয়ের ভিত্তিতে শিরোপা যাবে মোহামেডানের হাতে। ম্যাচ পরিত্যক্ত হলে শিরোপা উঠবে আবাহনীর হাতে।

আজ ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের জার্সিতে খেলতে নামেন হৃদয়। মাঠে নেমেই ফের শাস্তি পেতে হলো। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রকাশ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।