পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দেখা যেতে পারে অভিনব দৃশ্য্এ লিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে আজ মাঠে নামার কথা বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। পুরোনো দলের বিপক্ষে সাকিবের সামনে প্রাক্তন করাচি কিংসকে হারানোর কঠিন চ্যালেঞ্জ, আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নামছেন মিরাজ-তার কাছে এটা স্বপ্নপূরণের মুহূর্ত।
লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই কালান্দার্সের।
গত ম্যাচ দিয়ে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। কিন্তু প্রত্যাবর্তন সুখকর হয়নি-প্রথম বলেই আউট, আর বল হাতে দুই ওভারে দেন ১৮ রান, উইকেট পাননি। তবু সেই ম্যাচে জয় নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় লাহোর কালান্দার্স, আর সেখান থেকেই সুযোগ পান মিরাজ।
পিএসএলে অভিষেকের আগে রোমাঞ্চিত মেহেদী হাসান মিরাজ বলেন, ‘কালান্দার্স দল নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমি এই দলের অংশ হতে পেরে গর্বিত। তারা আমাকে সুযোগ দিয়েছে, আমি প্রস্তুত। সবসময় ভালো জায়গায় বল করার চেষ্টা করি। ভালো জায়গায় বল ফেললে ব্যাটসম্যান চাপে পড়ে। আর ব্যাটিংয়ে চাই যত দ্রুত সম্ভব বাউন্ডারি আদায় করতে।’
অনুশীলনে মিরাজের দেখা হয় করাচি কিংসের পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে, যিনি বিপিএলে চট্টগ্রাম দলের হয়েও তাঁর কোচ ছিলেন। মিরাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান কালান্দার্স মালিক সামিন রানা।
সাকিবের জন্য এই ম্যাচ শুধু দলের জন্যই নয়, নিজের পারফরম্যান্স ও ছন্দ ফিরে পাওয়ার বড় সুযোগ। মিরাজের জন্য এটি জাতীয় দলে ফেরারও এক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।