বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান। মাঠে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন না থাকলেও, মাঠের বাইরের কিছু বিষয় নিয়ে সমালোচনার মুখে আছেন তিনি। তার দলে ফেরা প্রসঙ্গে এবার মুখ খুললেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেখুন, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব। তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি বিষয়গুলো যেমন মামলা, আর্থিক কেলেঙ্কারির মতো বিষয়গুলো তাকেই ডিল করতে হবে।’
বিসিবির কিছু কর্মকর্তার আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি, ‘বিসিবির সঙ্গে যখনই কথা হয়েছে, বেশিরভাগ সময় তারা ক্রিকেটের বাইরের ব্যবসা বা তদবির নিয়ে কথা বলেছে। আমি স্পষ্ট বলেছি, এসব বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা চলবে না।’
সাবেক সভাপতি এবং বোর্ডের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও মন্তব্য করেন তিনি। নির্দেশনা ছিল, ফারুক আহমেদের মতো দায়িত্বশীলদের যেন সরাসরি রাজনৈতিকভাবে প্রভাবিত বোর্ড কর্তাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা না থাকে।
বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিবের দলে ফেরা প্রসঙ্গে বলেন, ‘সাকিব দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা চাই সে ফিট থাকুক এবং মাঠে ভালো পারফর্ম করুক।’ পাশাপাশি তিনি যোগ করেন, ‘উপদেষ্টার বক্তব্য নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমাদের নির্বাচকদের নিজস্ব প্রক্রিয়া রয়েছে এবং সেটাই অনুসরণ করা হবে।’