গেইলের ছক্কার সিংহাসনে অ্যালেন, টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস!

টি-টোয়েন্টি মানেই আগুনে ক্রিকেট। সেই আগুনে নিজের নাম জ্বালিয়ে তুললেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে যা করলেন, তা কেবল নজির নয়—বিশ্বরেকর্ড!

ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সানফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে খেলতে নামা এই কিউই ওপেনার মাত্র ৫১ বলে গড়লেন ১৫১ রানের দুর্দান্ত ইনিংস। এই ইনিংসের বড় অংশজুড়ে ছিল ছক্কার পর ছক্কার উৎসব। সংখ্যাটি থেমেছে ১৯-এ, যা টি-টোয়েন্টির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

ক্রিস গেইল (২০১৭, ১৮ ছক্কা) ও সাহিল চৌহান (২০২৪, ১৮ ছক্কা) এতদিন ধরে শীর্ষে ছিলেন, আজ তাদের ছাপিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করে নিলেন অ্যালেন।

তার ব্যাটিং গতি ছিল চোখধাঁধানো—২০ বলে ফিফটি, ৩৪ বলে সেঞ্চুরি, আর ৪৯ বলে দেড়শো। তিনটি ক্ষেত্রেই যেন রেকর্ডের সীমানা ভেঙেছেন। দেড়শ রান তুলেছেন টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম বলে, ভেঙেছেন ডেওয়াল্ড ব্রেভিসের ৫২ বলে ১৫০ রানের রেকর্ড।

মজার ব্যাপার হলো, অ্যালেন এই ১৫১ রানের ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন মোটে ৫টি, বাকি সবই ছক্কা আর দৌড়ে আসা রান। শুধু বাউন্ডারিতেই এসেছে ১৩৪ রান, যা সানফ্রান্সিসকোর ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ।

এই ঝড়ো ইনিংসের পেছনে ভর করে সানফ্রান্সিসকো ইউনিকর্ন তোলে ২৬৯ রান, যা এমএলসি ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ওয়াশিংটন ফ্রিডম গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। হার ১২৩ রানের বিশাল ব্যবধানে। সানফ্রান্সিসকোর হয়ে হাসান খান ও হারিস রউফ নেন সমান ৩টি করে উইকেট।