বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল গলে। তবে ম্যাচ শুরুর আগেই বড় এক প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে—মেহেদী হাসান মিরাজ খেলবেন তো?
টেস্ট সিরিজ শুরুর একদিন আগে গলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি বলেন, 'আগের থেকে ভালো আছেন তিনি। এখনো পর্যবেক্ষণে রয়েছেন।'
এই মন্তব্যেই পরিষ্কার, টিম ম্যানেজমেন্ট এখনো মিরাজকে একাদশে রাখার আশা ছাড়ছে না। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে এই অলরাউন্ডারের জন্য।
এর আগেও বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স মিরাজকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মিরাজের সুস্থতা নিয়ে দলের মধ্যে আশাবাদ রয়েছে।
অথচ মিরাজের মতো একজন ক্রিকেটার যিনি বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা এবং ব্যাটিংয়েও লোয়ার অর্ডারে কার্যকর, তার না থাকাটা দলের ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গলের উইকেটে স্পিনাররা হয়ে উঠতে পারেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কারিগর।
এখন সব কিছু নির্ভর করছে মিরাজের শারীরিক অবস্থা রাতের মধ্যে কতটা উন্নতি করে তার ওপর। সিদ্ধান্ত নেওয়া হবে টিম ফিজিও, চিকিৎসক ও ম্যানেজমেন্টের পরামর্শ অনুযায়ী—ম্যাচের দিন সকালে।