আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে চার-ছক্কার ধুমধাড়াক্কা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে টুর্নামেন্টের প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে টিকিট বিক্রির ঘোষণার জন্য আইসিসি যে প্রমোশনাল পোস্টার বা ছবি ব্যবহার করেছে, তাতে বাংলাদেশ ও পাকিস্তানের কোনো ক্রিকেটারের ছবি না থাকায় চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।
আইসিসির অফিসিয়াল পেজ ও ওয়েবসাইটে টিকিট বিক্রির বিজ্ঞপ্তিতে দেখা গেছে, পোস্টারে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, স্বাগতিক শ্রীলঙ্কার দাসুন শনাকা এবং দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের ছবি স্থান পেয়েছে। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি হওয়া সত্ত্বেও বাংলাদেশ বা পাকিস্তানের কোনো তারকার ছবি সেখানে নেই।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টারে নিজেদের দেশের খেলোয়াড় না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের সমর্থকরা। একইভাবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বিষয়টি নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
আইসিসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ‘tickets.cricketworldcup.com’ ওয়েবসাইটে বিশ্বকাপের প্রথম পর্বের টিকিট পাওয়া যাচ্ছে। দর্শকদের সুবিধার্থে টিকিটের দাম বেশ হাতের নাগালেই রাখা হয়েছে।
এবার মাত্র ১০০ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ টাকা) খরচ করেই মাঠে বসে দেখা যাবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। ভারতের কিছু ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ রুপি। অন্যদিকে, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সব ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য হলো ১০০০ শ্রীলঙ্কান রুপি।
এবারের বিশ্বকাপের মূল আয়োজক ভারত। কিন্তু পাকিস্তান সেদেশে খেলতে যাবে না, তাই শ্রীলংকায় রাখা হয়েছে তাদের ম্যাচ। শ্রীলংকার কয়েকটি খেলাও সেখানে অনুষ্ঠিত হবে। এবার বিশ্বকাপে খেলবে ২০টি দল। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সব মিলিয়ে ৫৫টি ম্যাচ হবে। প্রতি দিন ভারতীয় সময় সকাল ১১টা, দুপুর ৩টা ও সন্ধ্যা ৭টায় হবে খেলা।
১৪ বছর পর ফের কলকাতায় মেসি, ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস
টিভিতে আজকের খেলা