ক্যারিবিয়ান লিগে দল পেলেন সাকিব

২০১৩ সালে মাত্র ছয় রানে ছয় উইকেট-সিপিএলের রেকর্ডবইয়ে অনন্য সেই বোলিং স্পেল দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট দর্শককে তাক লাগিয়েছিলেন সাকিব আল হাসান। ২০২২ আসরের পর এবারই প্রথম তাকে দেখা যাবে সিপিএলে। সেই লিগেই তিনি ফিরছেন, তবে এবার অন্য রঙের জার্সিতে। সেই ক্যারিয়ান ক্রিকেট লিগের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স তাকে দলে ভিড়িয়ে জানিয়ে দিল, ফ্র্যাঞ্চাইজি বাজারে বাংলাদেশের সেরা অলরাউন্ডারের আবেদন এখনও অমলিন!

জাতীয় দলের ব্যস্ততা থেকে খানিকটা সরে আসা সাকিব সাম্প্রতিক সময়ে নিজেকে দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে-পিএসএলে লাহোর কালান্দার্সের গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে দারুণ দায়িত্ব পালন করেছেন। যদিও ফাইনালে খেলতে হয়নি, তবু শিরোপা ওঠার পথে তার উইকেট‑নিয়ন্ত্রণ ছিল দৃশ্যমান। নিষিদ্ধ বোলিং অ্যাকশন শুধরে ফিরেই তিনি দেখিয়েছেন কার্যকারিতা, আর সেখান থেকেই আবারও খোলস বদলে সিপিএলের মঞ্চে।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও টি‑টোয়েন্টি অধ্যায় গুটিয়ে নেওয়ার পর ওয়ানডে দলেও তার অনুপস্থিতি দীর্ঘায়িত। তবু বল‑ব্যাটের সমান্তরাল দক্ষতা যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলে এক্স‑ফ্যাক্টর হয়ে ওঠে, সেটিই বুঝিয়ে দিল ফ্যালকন্সের চুক্তি। 

দলে আছেন ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, ওবেদ ম্যাককয়, রাখিম কর্নওয়ালদের মতো অলরাউন্ডার ও বিশেষজ্ঞ বোলাররা-যাদের সঙ্গে সাকিবের রসায়ন গড়ে উঠলে ঘূর্ণি আক্রমণে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে ক্যারিবিয়ান দ্বীপের নতুন ক্লাবটি।

সিপিএলের অফিসিয়াল ঘোষণাতেই সতর্কভাবে স্মরণ করানো হয়েছে সেই ৬/৬‑এর অলৌকিক ফিগার। রেকর্ড যখন নিজের নামের পাশে, প্রত্যাশাটাও ততটাই উঁচু! ৬ রানে ৬ উইকেট শিকারের সুখস্মৃতি নিয়েই ফের শুরু হবে তার সিপিএল মিশন!

১৪ আগস্ট থেকে ছয় দলের অংশগ্রহণে সিপিএলের নতুন আসর শুরু। ফাইনাল ২১ সেপ্টেম্বর।