এশিয়া কাপের প্রস্তুতি সিলেটে, সামনে নেদারল্যান্ডস

আগামী মাসেই বসছে এশিয়া কাপের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের আনুষ্ঠানিক সূচি এখনও ঘোষণা হয়নি, তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, তিনটি ম্যাচই হবে সিলেটে।

ফাহিম জানান, ‘৬ আগস্ট ঢাকায় শুরু হবে ফিটনেস ক্যাম্প। এরপর ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে কোচিং স্টাফরা বাংলাদেশে চলে আসবেন। তখন স্কিল ট্রেনিং শুরু হবে। এরপর আমরা ক্যাম্পটা নিয়ে যাব সিলেটে। ইনশাআল্লাহ, সেখানেই সিরিজটা হবে।’

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ হবে আবুধাবিতে। আর সেখানকার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক। সে কারণেই সিলেটকে বেছে নেওয়া হয়েছে, কারণ দেশের ভেতরে রানময় উইকেট বলতে সিলেটই সবচেয়ে উপযুক্ত বলে মনে করছে বিসিবি।

ফাহিম বলেন, ‘আমরা জানি মিরপুরের উইকেট অনেক সময় কঠিন হয় ব্যাটারদের জন্য। টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের রান দরকার। সিলেটে এমন উইকেট পাওয়া সম্ভব যেখানে ১৭০-১৮০ এমনকি ২০০ রানও হতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম। উইকেট দেখেছি, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট বানানো সম্ভব। আমাদের হাতে এখনও সময় আছে। চেষ্টা করব যেন ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়ানোর মতো উইকেট তৈরি হয়।’