তাসকিনের আগুন পেসে দিশেহারা নেদারল্যান্ডস, বাংলাদেশের লক্ষ্য ১৩৭

সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য মিলে গিয়েছিল বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। তিনি সিদ্ধান্ত নেন আগে ফিল্ডিংয়ের। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন টাইগার বোলাররা। নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডসকে আটকে রাখে ৭ উইকেটে ১৩৬ রানে।

আজ ইনিংসের শুরু থেকেই বাংলাদেশি পেসাররা চেপে ধরেন ডাচ ব্যাটারদের। প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ওপেনার ম্যাক্স ও’ডাউডকে ফিরিয়ে দেন তিনি, যিনি করেছিলেন ১৫ বলে ২৩ রান। অপর ওপেনার বিক্রমজিত সিংও বেশিক্ষণ টিকতে পারেননি, করেন মাত্র ৪ রান। পাওয়ারপ্লের ভেতরে দুই ওপেনারের বিদায়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস।

তারপরও ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। তিনে নেমে তেজা নিদামানুরু করেছিলেন ২৬ রান, তবে তাকে থামান সাইফ হাসান। চার বছর পর দলে ফিরে এই অফস্পিনার দেখালেন দারুণ ঝলক, ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিলেন ২ উইকেট। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৭ বলে ১২ রান করে ফেরেন, শারিজ আহমেদ আউট হন ১৫ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা।

ইনিংসের শেষ দিকে আবারও তাসকিন ঝলক দেখান। একের পর এক স্পেলে উইকেট তুলে নেওয়া এই পেসার শেষ পর্যন্ত শিকার করেন ৪ উইকেট। ৪ ওভারে ২৮ রানে তার ফিগার দাঁড়ায় ৪/২৮। মুস্তাফিজুর রহমানও বল হাতে ছিলেন শৃঙ্খলাবদ্ধ, ১ উইকেট নিয়েছেন তিনি।

ডাচরা পুরো ইনিংসে করতে পেরেছে মাত্র ১২টি চার ও ৩টি ছক্কা। ৫১টি বল খেলেছে ডট। শেষ ওভারে ১২ রান এলেও তাতে স্কোর খুব একটা বড় হয়নি। টিম প্রিঙ্গল করেছেন ১৬, আরিয়ান দাত ছিলেন ১৩ রানে অপরাজিত।

সব মিলিয়ে নেদারল্যান্ডসের ইনিংস থেমেছে ১৩৬ রানে। ফলে বাংলাদেশের সামনে এখন জয়ের জন্য লক্ষ্য ১৩৭।