আর্থিক ক্ষতি হলেও ডাচদের এনেছে বিসিবি

আইসিসির সূচি অনুযায়ী এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল ভারত। সেই সিরিজ হলে ক্রিকেটীয় দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ হতো, তেমনি বিসিবির জন্য আসত বড় অঙ্কের আয়ও। কিন্তু নানা কারণে ভারত সফর পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে তৈরি হয় শূন্যতা। শেষ পর্যন্ত সেই জায়গায় নেদারল্যান্ডসকে এনে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আর্থিক ক্ষতি অবশ্যই হয়েছে। ভারতের মতো লাভজনক সিরিজ হয়নি। তবে আমরা ক্রিকেটারদের প্রস্তুতিকে অগ্রাধিকার দিয়েছি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর খেলার মধ্যে রাখতেই নেদারল্যান্ডসকে আনা।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশের পরাজয়ের উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন, প্রতিপক্ষকে হালকাভাবে দেখলে বড় ক্ষতি হতে পারে।

তবে প্রস্তুতি কতটা আদর্শ হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ টস জিতে বোলিং নেয়, ব্যাটসম্যানদের সুযোগ হয়নি বড় চ্যালেঞ্জ নেওয়ার। এ নিয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ‘এটা সম্পূর্ণ দলীয় পরিকল্পনার বিষয়। আমরা বাইরে থেকে কিছু বলি না, শুধু চাই দল ক্রমে উন্নতি করুক।’

সকালে সিলেটে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন বিসিবি সভাপতি। তার ভাষায়, খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তিনি, ‘তাদের মধ্যে অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি। কিছু পরিকল্পনার সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করেছি। দলটা তরুণ হলেও এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা অনেক।’