ঢাকার ক্লাব প্যানেলের সভাপতি প্রার্থী তামিম

টি-টোয়েন্টি ক্রিকেটের মতো দ্রুতগতিতে বদলে যাচ্ছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নির্বাচনের দৃশ্যপট। প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন তথ্য, পাল্টে যাচ্ছে পুরনো হিসেব-নিকেশ। একদিন আগেও যা গুঞ্জন ছিল, পরদিন তা বাস্তবতা হয়ে ধরা দিচ্ছে।

সবশেষ খবর, ঢাকার ক্লাব কোটা থেকে বিসিবি নির্বাচন সামনে রেখে গঠিতব্য প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে সামনে এসেছেন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজধানীর ক্লাবপাড়ায় এ খবর ছড়িয়ে পড়ে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্যানেলের প্রায় ৮০ শতাংশ প্রার্থী ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো- এই প্যানেলে জায়গা হয়নি বিসিবির তিন হেভিওয়েট সংগঠক মাহবুব আনাম, লোকমান হোসেন ও লৎফুর রহমান বাদলের।

মাহবুব আনাম আগেই নির্বাচন না করার ইচ্ছা প্রকাশ করলেও তাকে ঘিরে জল্পনা ছিল। সোমবার পর্যন্তও তার নাম ছিল আলোচনায়। তবে মঙ্গলবার সন্ধ্যার পর জানা গেল, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। একই অবস্থা লোকমান ও বাদলের ক্ষেত্রেও।

এছাড়া সালাউদ্দীন ও আদনান রহমান দিপনের নামও নেই প্যানেলের আলোচনায়। যদিও জানা গেছে, তাদের বাদ দিয়েই সম্ভাব্য প্যানেলে ১০ জন প্রার্থী একরকম নিশ্চিত হয়ে গেছেন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন।

এদিকে, বিসিবির সভাপতি পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও। ফলে সভাপতি পদের লড়াই জমে উঠছে দুই সাবেক অধিনায়ক- তামিম ইকবাল ও আমিনুল বুলবুলের মধ্যে।

তামিম ইকবালকে বেছে নেওয়ার কারণ হিসেবে ক্লাব কাউন্সিলরদের বড় অংশের মত, নতুন নেতৃত্ব, তারুণ্যের ছোঁয়া এবং তামিমের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাই তাকে এগিয়ে রেখেছে।

সম্ভাব্য প্যানেল সদস্যরা-

  • তামিম ইকবাল (সভাপতি প্রার্থী)
  • আজিজ আল কায়সার টিটো
  • ফাহিম সিনহা
  • ইফতিখার রহমান মিঠু
  • রফিকুল ইসলাম বাবু
  • শাহনিয়ান তানিম
  • ইশতিয়াক সাদেক
  • ইশরাক হোসেন
  • মাসুদুজ্জামান
  • মঈন

বাকি দুই পরিচালক পদে রয়েছেন বোরহান হোসেন পাপ্পু ও জিয়াউর রহমান তপু- তাদের মধ্যে যেকোনো একজন চূড়ান্ত হতে পারেন ১১ নম্বর সদস্য হিসেবে। তবে এখনও একটি পদ খালি রয়েছে, যার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আসা বাকি।

বিসিবি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেটাঙ্গনে। দেখা যাক, শেষ পর্যন্ত কারা থাকেন প্যানেলে এবং কোন দিক থেকে পাল্টে যায় পুরো নির্বাচনের সমীকরণ।