ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ এএম

আগামী অক্টোবরেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে ক্যারিবীয়রা ১৫ অক্টোবর ঢাকায় পৌঁছাবে। সিরিজটি শুরু হবে ১৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। তিন ওয়ানডের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে সেই সফরে উল্টো ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।

এদিকে, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। জাতীয় নির্বাচনের আড়ালে গেলেও, সাম্প্রতিক সময়ে বিসিবি নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে। গত ২৪ আগস্ট মিরপুরে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে প্রতিবাদ জানায়। এরই মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নির্বাচনী অঙ্গনে প্রবেশ আলোচনা আরও জমিয়ে তুলেছে।

১ সেপ্টেম্বর সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নির্বাচন নিয়েও আলোচনা হয়। বিসিবির একটি সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে, সম্ভবত ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। সিরিজের সূচি ও বিসিবি নির্বাচন মিলিয়ে অক্টোবরকে ঘিরে জমে উঠছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।

HN
আরও পড়ুন