এশিয়া কাপের এই ম্যাচে বাংলাদেশের সামনে ছিল কমপক্ষে সুপার ফোরে খেলার লক্ষ্য। কিন্তু শনিবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের হারের পর সেই আশা ধোঁয়াশায় পড়ে গেছে। ৩২ বল হাতে রেখে শ্রীলঙ্কা নিশ্চিত করলো বড় জয়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু ছিল দারুণ হতাশাজনক। দুই ওপেনার শূন্য রানেই ফিরেন। প্রথম দুই ওভারে কোনো রান হয়নি, আর দুই উইকেট পড়ে যাওয়ায় ম্যানেজমেন্টের মুখ ঝরছিল চিন্তার ঘাম। অধিনায়ক লিটন দাস একাই চেষ্টা করলেন ব্যাটিং রক্ষায়, তবে তাঁর ২৬ বলে ২৮ রানও যথেষ্ট ছিল না দলের জন্য।
মাঝে হৃদয় ও মেহেদীর কিছু রান পোহাতে পারলেও তা অনেক দূর পর্যন্ত এগোতে পারেনি। শেষদিকে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারীর কিছুটা বোলিং ফাঁক দিয়ে নেওয়া ঝুঁকি বাংলাদেশকে সামান্য রান এনে দিলেও সেটা বড় লড়াইয়ে যথেষ্ট ছিল না।
শ্রীলঙ্কার বোলাররা ছিলেন ধারাবাহিক। বিশেষ করে ওয়ানিন্দু হাসারাঙ্গার ২ উইকেট ও অন্যান্য বোলারদের আক্রমণাত্মক বোলিং বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
জবাবে শ্রীলঙ্কার ব্যাটিং শুরু হয় এক উইকেটের ক্ষতিয়ে। কিন্তু পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা দেখালেন তাদের ব্যাটিং ক্লাস। ধীরে ধীরে বড় রান তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের পথে তারা নিশ্চিতভাবে এগিয়ে গেল।
বাংলাদেশের বোলাররা পারফরম্যান্সে ছিল ফাঁকফোকর, রান বিলিয়েছেন উদার হস্তে। যা দলের ওপর চাপে পড়তে বাধ্য করেছে।
এই হারের পর বাংলাদেশের গ্রুপে পয়েন্ট ও নেট রান রেট এমন অবস্থায় দাঁড়িয়েছে, যা থেকে সুপার ফোর নিশ্চিত করা এখন কঠিন মনে হচ্ছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার নেট রান রেটের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে।