এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ধাক্কা খেল বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই ইনফর্ম অধিনায়ক লিটন দাস। তার জায়গায় নেতৃত্বের ভার পড়েছে জাকের আলি অনিকের কাঁধে। আজ টসে তিনি জিতে নেন বোলিংয়ের সিদ্ধান্ত, জানিয়েছেন রান তাড়া করতে নামতে চায় তার দল। পিচকেও ব্যাটিং সহায়ক মনে করছেন এই তরুণ অধিনায়ক।
লিটনের ছিটকে যাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় শূন্যতা তৈরি করেছে। আগের ম্যাচ থেকে একাদশে এসেছে চার পরিবর্তন। বাদ পড়েছেন লিটন দাসের সঙ্গে শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। নতুন করে দলে ঢুকেছেন তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। অন্যদিকে ভারত কোনো পরিবর্তন ছাড়াই নামিয়েছে আগের ম্যাচের একাদশ।
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ ভারত, যারা এখন পর্যন্ত এশিয়া কাপে অপরাজিত। ২০২৪ সালের শুরু থেকে ভারতের টি-টোয়েন্টি রেকর্ড আরও ভয়ংকর-৩২ ম্যাচের মধ্যে ২৯টিতেই জয়। তবে অজেয় দলকে হারানোর নজির রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার জয়রথ থামানো দলটি ভারতের বিপক্ষেও সেই ইতিহাস পুনরাবৃত্তি করতে চায়।
টি-টোয়েন্টিতে মুখোমুখি ইতিহাসে এখন পর্যন্ত ১৭ বারের মধ্যে মাত্র একবারই ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। সেই জয়টি এসেছিল দিল্লিতে, ২০১৯ সালে। দুবাইয়ের মাটিতে আবারো এমন কোনো সাফল্য যোগ করতে পারলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা।
একনজরে একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারত: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব।