টেস্ট সিরিজে একচেটিয়া আধিপত্য দেখানোর পর এবার রঙিন পোশাকের ক্রিকেটে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে অনায়াস জয়ের পর দল এখন প্রস্তুত তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াইয়ের জন্য। এই সিরিজ সামনে রেখে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে নতুন স্কোয়াড। যেখানে ফিরে এসেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, যাকে দলে দেখা না যাওয়ায় দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল নানা মহলে।
দলে জায়গা হয়েছে নতুন এক মুখেরও, মাহিদুল ইসলাম অঙ্কন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো এই তরুণ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। অন্যদিকে নিয়মিত মুখ তাসকিন আহমেদকে রাখা হয়নি। আবুধাবি টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকা এবং পরবর্তী আইএল টি–টোয়েন্টিতে অংশগ্রহণের কারণে তাঁকে বিশ্রাম দিয়েছে বিসিবি। বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারীও। ফলে সর্বশেষ টি-টোয়েন্টি দলের তুলনায় দুই পরিবর্তনে দলের গঠন বদলে গেছে যথেষ্ট।
এবারের দলে সবচেয়ে চোখে পড়ার মত ঘটনা হলো সাইফ হাসানের নতুন দায়িত্ব পাওয়া। অভিষেকের পর খুব বেশি ম্যাচ না খেললেও সম্প্রতি তার ব্যাটিংয়ে উন্নতি নজর কেড়েছে টিম ম্যানেজমেন্টের। তাই বিসিবি তাকে দিয়েছে সহ-অধিনায়কের ভূমিকা। লিটন দাসের নেতৃত্বে এবার সাইফ থাকবেন নেতৃত্বের দ্বিতীয় সারির প্রধান মুখ।
টি–টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়, ফলে দিবারাত্রির বাতাবরণে মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
