নারী কাবাডি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশের স্বপ্ন থেমে গেল সেমিফাইনালের দরজায়। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লাল-সবুজদের পথ আটকে দেয় চাইনিজ তাইপে। ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে হারের মধ্য দিয়ে বিদায় নেয় আয়োজক দল, আর সেই সঙ্গে শিরোপার আশাও মিলিয়ে যায়।
ম্যাচের শুরুটিই যথেষ্ট ধাক্কা দেয় বাংলাদেশকে। আন্তর্জাতিক কাবাডিতে নিজের শেষ ম্যাচে নামা অধিনায়ক রূপালী আক্তার প্রথম রেইডেই ব্যর্থ হন। কয়েক মুহূর্ত পর স্মৃতি আক্তার ট্যাকলে পয়েন্ট হারালে এগিয়ে যায় চাইনিজ তাইপে। তবে স্বাগতিকরা দ্রুতই নিজেদের গুছিয়ে নেয়। তৃতীয় মিনিটে বোনাস পয়েন্টে ম্যাচে ফেরার পর অষ্টম মিনিটে শ্রাবণী মল্লিকের দুর্দান্ত রেইডে বাংলাদেশ নেয় ৫–৪ ব্যবধানে লিড।
তবুও প্রথমার্ধের শেষ হাসি ছিল চাইনিজ তাইপের। পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য বিস্তার করা দলটি ৯–৮ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায়। শেষ মুহূর্তে বাংলাদেশের একটি সুপার ট্যাকল না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
বিরতি থেকে ফিরে উজ্জীবিত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। প্রথম কয়েক মিনিটেই পাল্টে যায় স্কোরলাইন ১০–৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। চাইনিজ তাইপে দ্রুত সমতায় ফিরে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশের অল আউট হওয়াই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। এতে স্কোর দাঁড়ায় ১৫–১২, এরপর আর লিড ছেড়ে দেয়নি প্রতিপক্ষ। শেষ পর্যন্ত ২৫–১৮ পয়েন্টে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে চাইনিজ তাইপে।
বাংলাদেশ যদিও সেমিফাইনালে থেমে গেছে, তবু আগের আসরের তুলনায় অর্জন কম নয়। ২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপে তারা ছিল পঞ্চম, এবার তারা জায়গা করে নিয়েছে সেরাদের তিনে। অন্যদিকে ইরানকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। সোমবার সেই ফাইনালে মুখোমুখি হবে ভারত ও চাইনিজ তাইপে।
