দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেটও তুলতে পারেনি বাংলাদেশ। ১২৪ রানে গুটিয়ে গিয়ে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে টাইগাররা। ব্যর্থতার এই দিনে প্রধান কোচ ফিল সিমন্স ব্যাটসম্যানদের সিদ্ধান্ত ও শট নির্বাচনের ভুলকে দায়ী করেছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘ব্যাটসম্যানরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। সব দলেরই এমন দিন আসে, যখন সিদ্ধান্তগুলো খারাপ হয়। আজ আমাদের দিনটা তাই গেছে।’
মেহেদী হাসানকে চার নম্বরে পাঠানো নিয়ে প্রশ্ন উঠলে সিমন্স ব্যাখ্যা দেন, ‘এটা আসলে ব্যাটিং অর্ডারের বিষয় না। পাওয়ারপ্লে চলছিল, তখনো পেসাররা আক্রমণে ছিল। মেহেদী ফাস্ট বোলারদের সামলাতে পারবে ভেবেই পাঠানো হয়েছিল। জাকের-শামীমকে রেখেছিলাম স্পিন খেলার জন্য।’
বাংলাদেশের ব্যাটিং ছিল ছটফটে, যেন তাড়াহুড়া করে ম্যাচ শেষ করার চেষ্টা। তবে কোচ উড়িয়ে দিলেন এমন নির্দেশনার কথা, ‘আমাদের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পূরণের শর্ত ছিল না। শুধু ম্যাচ জিততে হতো।’
অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতি বড় আঘাত বলে মনে করছেন কোচ, ‘লিটন ফর্মে ছিল, সেটি আমাদের জন্য খুবই জরুরি ছিল। এখনও আমরা সেই জায়গায় পৌঁছাইনি, যেখানে অধিনায়ককে হারিয়ে সহজে ঘাটতি পূরণ করতে পারব।’
ব্যর্থতার মাঝেও সিমন্স ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন সাইফ হাসানের পারফরম্যান্স ও বোলারদের ধারাবাহিকতা। ব্যাটারদের স্ট্রাইকরেট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যত আন্তর্জাতিক ম্যাচ খেলব, তত দ্রুত উন্নতি হবে। আমাদের মূল সমস্যা লম্বা সময় ব্যাট করতে না পারা এবং জুটি গড়তে না পারা।’