এশিয়া কাপে ভারত পেলো ৩ কোটি ৬৪ লাখ, বাংলাদেশ কত

নানা নাটকীয়তায় শেষ হলো এবারের এশিয়া কাপ ক্রিকেট। মাঠের লড়াইয়ের পাশাপাশি বাড়তি আলোচনার জন্ম দিয়েছে প্রাইজমানি। এবারের আসরে সবার ওপরে অবস্থান করছে ভারত-খেলাতেও যেমন এগিয়ে ছিল, পুরস্কারের অঙ্কেও সেরা।

পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে ভারত। এর সুবাদে দলটি পেয়েছে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা।

ফাইনালে হারলেও খালি হাতে ফিরতে হয়নি বাবর আজমদের। রানার্সআপ হিসেবে পাকিস্তানের প্রাপ্তি ১ লাখ ৫০ হাজার ডলার, প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পেয়েছে প্রায় ৬০ লাখ টাকা, আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কা পেয়েছে প্রায় ৪০ লাখ টাকা।

আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আয়োজক কমিটির সূত্রে জানা যায়, এ বছর পুরস্কারের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৩ সালের ওয়ানডে আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। ২০২২ সালে ছিল মাত্র ২ লাখ ডলার। এবারের আসরে শিরোপা জয়ী দলের জন্য ৫০ হাজার ডলার বাড়ানো হয়েছে।