এশিয়া কাপে চমৎকার পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার সাইফ হাসান বড় লাফ দিয়েছেন। বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে সাইফ ৪৫ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে অবস্থান করছেন, ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে। আগের সপ্তাহেই তিনি ১৩৩ ধাপ উন্নতি করেছিলেন।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৫১ বলে ৬৯ রান করে ৫টি ছক্কা ও ৩ চারে একাই রান তাড়া করেছেন সাইফ। পাকিস্তানের বিপক্ষে তার অবস্থা ভালো ছিল না; মাত্র ১৮ রান করেন। র্যাঙ্কিংয়ে তার এই অগ্রগতি প্রমাণ করে, ব্যক্তিগত পারফরম্যান্সের প্রভাব র্যাঙ্কিংয়ে কতটা জরুরি।
লিটন দাস চোটের কারণে দুই ম্যাচ খেলতে না পারায় তিন ধাপ নেমে ৪৩তম স্থানে অবস্থান করছেন। তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় যথাক্রমে ৪৫তম ও ৪৬তম স্থানে রয়েছেন।
বোলারদের মধ্যে রিশাদ হোসেনও অগ্রগতি করেছেন। ভারতের বিপক্ষে ৩ ওভারে ২ উইকেট নেওয়া রিশাদ পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। এই পারফরম্যান্সের ফলে তার র্যাঙ্কিং ছয় ধাপ উন্নতি করে ২০তম স্থানে উঠে এসেছে। তাসকিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে অবস্থান করছেন।
বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি আছেন একাদশতম স্থানে।