বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফল ঘোষণা কখন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ভোট গ্রহণ চলে। এখন প্রার্থীদের অপেক্ষা ফলাফলের জন্য। নির্বাচন কমিশন জানিয়েছে, সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে পরিচালক পদে বিজয়ীদের নাম।

ভোটগ্রহণের শুরুতেই ভোটকেন্দ্রে ছিল উৎসবের আমেজ। সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে দুপুরের সময় উপস্থিতি কিছুটা কমলেও বিকেলের দিকে ভোটারদের ভিড় আবার বেড়ে যায়।

সকালের দিকে পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন ভোট দেন। তাঁদের পরই ভোটকেন্দ্রে আসেন বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু। বেলা ১১টার দিকে ভোট দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন। এরপর সাড়ে ১১টায় ভোট দেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তার কিছু পরই ভোট দিতে আসেন সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। এবারও সভাপতির পদে তার জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ভোট দিয়ে বুলবুল বলেন, ‘আগে কখনও নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে ফলাফল প্রকাশের পর সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহ–সভাপতি নির্বাচন। রাত ৯টার মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

তবে এবারের নির্বাচনকে ঘিরে বিতর্কও কম নয়। সরকারি প্রভাবের অভিযোগ, প্রার্থীদের নাম প্রত্যাহার-সব মিলিয়ে শুরু থেকেই উত্তেজনার চেয়ে সমালোচনাই বেশি ছিল। এরই মধ্যে ২১ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন, আর ৯ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুলবুল ভোট শেষে বলেন, ‘আগে কখনোই নির্বাচন করিনি। অংশও নেইনি। আজ ভোট শেষে বলব। ফলের ওপর নির্ভর করছে।’