বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচন শেষে ফলাফলের মাধ্যমে চূড়ান্ত হয়েছে ২৫ জন পরিচালকের নাম। নির্বাচনের আগে থেকেই অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ফলাফলের ওপর কৌতূহল ছিল খুবই সীমিত। মূলত আনুষ্ঠানিকতা হিসেবে নির্বাচন কমিশন ফল ঘোষণা করেছে।
ক্যাটাগরি-৩ এর ভোট ছিল সবচেয়ে আলোচিত। ৪৫ ভোটের মধ্যে ৪৩টি ভোট পড়েছে, যার একটি বাতিল হয়। বাকি ৪২ ভোটের মধ্যে ৩৫টি পেয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পরিচালক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচ এবং ব্যবসায়ীর ভূমিকায় যুক্ত থাকা মাসুদ এবার বিসিবিতে পরিচালক হিসেবে দায়িত্বে আসছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৯১ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকদের বিভাগের ভোটারদের বাদ দিলে ১৫৬ জন ভোটার অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১৫ জন ভোট দেন, যা মোট ভোটারের ৭৩.৭১ শতাংশ।
ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে মুখলেসুর রহমান ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। রংপুরে হাসানুজ্জামানও ৭ ভোট নিয়ে জয়ী হয়েছেন। ঢাকা বিভাগে আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নির্বাচনের আগে সরে দাঁড়ান, ফলে সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম ১৫ ভোট ও সহসভাপতি নাজমুল আবেদিন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। মোট ৭৬ ভোটের মধ্যে সর্বাধিক ৪২ ভোট পেয়েছেন ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক এবং শানিয়ান তানিম। ৪১ ভোটে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন ও মেহরাব আলম চৌধুরী। ৪০ ভোটে জয়ী হয়েছেন আদনান রহমান, ফায়াজুর রহমান ও আবুল বাশার। ৩৯ ভোট পেয়েছেন মনজুর আলম, ৩৭ ভোট পেয়েছেন এম. নাজমুল ইসলাম, আর ৩৪ ভোট পেয়েছেন ইফতেখার রহমান মিঠু।
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুই পরিচালক হয়েছেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ- ২০২৫
ক্যাটাগরি–১: বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত
ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম, নাজমুল আবেদীন
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী,আসিফ আকবর
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান
রংপুর বিভাগ: হাসানুজ্জামান
সিলেট বিভাগ: রাহাত শামস
বরিশাল বিভাগ:শাখাওয়াত হোসেন
ক্যাটাগরি–২: ক্লাব ও প্রতিষ্ঠানের প্রতিনিধি
- ইশতিয়াক সাদেক
- আদনান রহমান দীপন
- ফায়াজুর রহমান
- আবুল বাশার
- আমজাদ হোসেন
- শানিয়ান তানিম
- মোখছেদুল কামাল
- এম. নাজমুল ইসলাম
- ফারুক আহমেদ
- মনজুর আলম
- মেহরাব আলম চৌধুরী
- ইফতেখার রহমান মিঠু
ক্যাটাগরি–৩: বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সার্ভিসেস দল
খালেদ মাসুদ পাইলট
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক
এম. ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক