মাদ্রাসার মাঠে ক্রিকেটের ডাক দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিতেই এসেছে এক অভিনব পরিকল্পনা-মাদ্রাসাভিত্তিক ক্রিকেট চালুর উদ্যোগ। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড এবার স্কুল-কলেজের গণ্ডি ছাড়িয়ে ক্রিকেট পৌঁছে দিতে চায় দেশের হাজার হাজার মাদ্রাসায়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদ মঙ্গলবার প্রথম বৈঠকে বসে একাধিক সিদ্ধান্ত নেয়। ২৫ জন পরিচালকের মধ্যে ২৩টি কমিটির প্রধান নির্বাচনের পাশাপাশি তারা জানায়, দেশের প্রান্তিক এলাকার তরুণদের ক্রিকেটে সম্পৃক্ত করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই ভাবা হচ্ছে ‘মাদ্রাসা ক্রিকেট’।

বিসিবির সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও ক্রিকেটার উঠে আসতে পারে-এই সম্ভাবনাটাকেই আমরা কাজে লাগাতে চাই। এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে হবে।’

বিসিবি সূত্রে জানা গেছে, মাদ্রাসা ক্রিকেটে ম্যাচগুলো হতে পারে ১০ ওভারের। আয়োজকরা ভাবছেন, বিকেল থেকে মাগরিবের আগেই ম্যাচগুলো শেষ করা যায় এমন সময়সূচি নির্ধারণের কথা।

মাদ্রাসা ক্রিকেট প্রতিভা অন্বেষণের নতুন পথ হিসেবেই দেখছেন সবাই। যাতে নতুন করে তৈরি হবে আরও বেশি ক্রিকেটার!