বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ ঘোষণা করেছে তাদের ওয়ানডে ও টি–টোয়েন্টি দল। দুই ফরম্যাটেই নেতৃত্বে থাকছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার শাই হোপ। আগামী ১৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হবে সফরের লড়াই। তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ঢাকায়, এরপর চট্টগ্রামে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে দলে নতুন চমক আকিম অগাস্ট। তরুণ এই ব্যাটার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া স্পিনার খারি পিয়েরে ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে, যা দলে নতুন মাত্রা যোগ করেছে। কবজির চোট না সারায় অভিজ্ঞ ওপেনার এভিন লুইস এবার বিশ্রামে রয়েছেন, আর তাঁর জায়গা পূরণ করবেন অগাস্ট। একই সঙ্গে প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন অলিক আথানেজে।
স্পিন আক্রমণে এবার ওয়েস্ট ইন্ডিজের ভরসা থাকবে গুড়াকেশ মোতি, রোস্টন চেজ ও খারি পিয়েরের ওপর। অন্যদিকে পেস বিভাগে দেখা যাবে জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও ইনজুরি কাটিয়ে ফেরা শামার জোসেফকে। ভারতের বিপক্ষে টেস্ট মিস করা এই পেসারকে রাখা হয়েছে দুই ফরম্যাটেই, যা তাঁর ফর্ম ও ফিটনেসের প্রতি দলের আস্থার প্রতিফলন।
টি–টোয়েন্টি স্কোয়াডেও এসেছে তারুণ্যের হাওয়া। নেপালের বিপক্ষে সর্বশেষ সিরিজে অভিষিক্ত দুই ক্রিকেটার র্যামন সিমন্ডস ও আমির জাঙ্গু আছেন এই দলে। সিপিএলে বার্বাডোজ রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ১৫ উইকেট নেওয়া সিমন্ডস টি–টোয়েন্টি অভিষেক সিরিজের তৃতীয় ম্যাচে চার উইকেট নিয়ে আলোচনায় আসেন। অন্যদিকে জাঙ্গু সেই সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৭৪ রানে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
ওয়ানডে দলে রয়েছেন: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
টি-টোয়েন্টি দলে আছেন: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।