বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে গর্বিত করেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে তিনি ধরে রেখেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের আসন। এবার তার প্রতি শ্রদ্ধা জানালেন জিম্বাবুয়ের ক্রিকেট তারকা সিকান্দার রাজা। ক্রিকট্রেকারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা জানিয়েছেন, সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকা করতে গেলে সাকিব আল হাসানকে বাদ দেওয়া অসম্ভব।
নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে রাজা বেছে নিয়েছেন তার পছন্দের সেরা পাঁচ অলরাউন্ডার-জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রবীন্দ্র জাদেজা এবং ডোয়াইন ব্রাভো। তালিকায় দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ-সব ক্রিকেট সংস্কৃতির প্রতিনিধিত্ব থাকলেও, এশিয়ার মধ্যে সাকিবের নাম এসেছে সবার আগে।
রাজা বলেন, ‘আমি অনেক চ্যালেঞ্জিং কন্ডিশনে খেলেছি, কিন্তু ঢাকার কন্ডিশন আমার কাছে সবসময় ভিন্ন মনে হয়েছে। বিপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ-মিরপুরে খেলা মানে এক আলাদা পরীক্ষা।’ বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতাই সাকিবের পারফরম্যান্সের মূল্য বুঝতে সাহায্য করেছে।
সাকিব আল হাসানকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে স্বীকৃতি দেওয়ার পেছনে যুক্তিও শক্তিশালী। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখন পর্যন্ত ব্যাট হাতে করেছেন ১৪ হাজার ৭৩০ রান এবং বল হাতে নিয়েছেন ৭১২টি উইকেট। তিন ফরম্যাটেই তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শুধু বাংলাদেশ নয়, সাকিবের নাম এখন বিশ্ব ক্রিকেটের গর্ব।
রাজার নির্বাচিত তালিকায় থাকা অন্য অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন কিংবদন্তি জ্যাক ক্যালিস, যিনি ২৫ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান ও ৫৭৭ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছেন ইতিহাসের সেরাদের একজন হিসেবে। পাকিস্তানের শহীদ আফ্রিদি করেছেন ১১ হাজারের বেশি রান এবং নিয়েছেন পাঁচ শতাধিক উইকেট।
ভারতের রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ৭ হাজারের বেশি রান করার পাশাপাশি বল হাতে পেয়েছেন ৬ শতাধিক উইকেট। আর ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো করেছেন ৬ হাজারেরও বেশি রান ও নিয়েছেন ৩৬৩টি আন্তর্জাতিক উইকেট।