নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকতে আজ নাভি মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ নারী দল। ব্যাট হাতে নামার আগে নিগার সুলতানার দল দারুণ এক বোলিং প্রদর্শনী দেখিয়েছে। মারুফা আক্তারের আগুনঝরা সূচনা ও স্বর্ণা আক্তারের নিখুঁত স্পিনে ৪৮.৪ ওভারে মাত্র ২০২ রানে গুটিয়ে গেছে লঙ্কান ইনিংস। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে এখন বাংলাদেশের মেয়েদের করতে হবে ২০৩ রান।
ম্যাচের শুরুতেই লঙ্কানদের ব্যাটিং লাইনে ধাক্কা দেন তরুণ পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলে ফিরিয়ে দেন ভিষমি গুনারত্নেকে। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা এই পেসারের আগুনে বলেই বাংলাদেশ পায় স্বপ্নের সূচনা। তবে সেই ধাক্কা সামলে ওঠেন অধিনায়ক চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা।
দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে লঙ্কানদের পুনরায় খেলায় ফেরান তাঁরা। আতাপাত্তু ৪৩ বলে ৪৬ রান করে আউট হন রাবেয়া খানের বলে। এরপর থেকে এক প্রান্তে দৃঢ়ভাবে ব্যাটিং চালিয়ে যান হাসিনি পেরেরা। তাঁর ৯৯ বলে ৮৫ রানের ইনিংসেই ভর করে দুইশ পেরোয় লঙ্কানরা। কিন্তু তাঁর আউটের পরপরই ধস নামে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে-শেষ ৬ উইকেট পড়ে মাত্র ২৮ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্বর্ণা আক্তার। মাত্র ২৭ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। তাঁর সঙ্গে রাবেয়া খান ২ উইকেট, আর মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও নাহিদা আক্তার প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট। স্বর্ণার নিয়ন্ত্রিত বোলিং ও দলগত সমন্বয়ে লঙ্কানদের ইনিংস কখনোই বড় রানের দিকে যেতে পারেনি।
শ্রীলঙ্কার হয়ে একমাত্র প্রতিরোধ ছিল হাসিনি পেরেরার ব্যাটে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নিলাক্ষী সিলভা (৩৭)। বাকিদের ব্যাটে আসেনি তেমন কোনো অবদান। ফলে ৪৮.৪ ওভারে ২০২ রানে থেমে যায় তাদের ইনিংস।