ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি যুদ্ধ, চট্টগ্রামে বাংলাদেশ-উইন্ডিজ দল

ওয়ানডে সিরিজের লড়াই শেষ হয়েছে মিরপুরে। তিন ম্যাচের সেই সিরিজে ২–১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এবার রঙিন পোশাক বদলে ছোট ফরম্যাটে নামছে দুই দল। টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। কিছুক্ষণ পর বিকেলে চট্টগ্রামে পৌঁছায় বাংলাদেশ দল। আগামী ২৭ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর একই ভেন্যু বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ জয় শেষে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। এবার লক্ষ্য ছোট ফরম্যাটেও জয় পাওয়া। নেতৃত্বে ফিরছেন লিটন দাস, যিনি ইনজুরির কারণে এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। সাইড স্ট্রেইন কাটিয়ে ফেরার অপেক্ষায় তিনি।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দলে একটিমাত্র পরিবর্তন, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবার দলে নেই। 
বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দলটি নেতৃত্ব দিচ্ছেন শাই হোপ। তার সঙ্গে আছেন অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খারি পিয়েরে, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‌্যামন সিমন্ডস।