চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট হাতে ফ্লপ বাংলাদেশ! ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিএক্ষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই হোঁচট। কিন্তু ঘরের মাঠেও কাটেনি ব্যাটিং ব্যর্থতার ছায়া।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ টস জিতে আগে ব্যাট করে ভালো শুরু পায় ক্যারিবিয়ানরা। ওপেনার আলিক আথানাজে ও ব্রেন্ডন কিং সতর্ক সূচনা এনে দেন। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রান। ২৭ বলে ৩৪ রান করে আথানাজেকে ফেরান রিশাদ হোসেন। এরপর কিংয়ের সাথে যোগ দেন অধিনায়ক শাই হোপ। একপ্রান্তে ধরে রেখে ধীরে ধীরে ইনিংস সাজান তিনি। ৩৬ বলে ৩৩ রান করে ফেরেন কিং, পরের বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন শেরফান রাদারফোর্ড।
তবে ইনিংসের শেষভাগে হোপ ও রভম্যান পাওয়েল জুটি গড়ে খেলার গতি পাল্টে দেন। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে পাওয়েল ২৮ বলে করেন ৪৪ রান। হোপও অপরাজিত থাকেন ৪৬ রানে। ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৬৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন দুটি উইকেট, একটি রিশাদের ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ৫ বলে ১৫ রানের ঝলক দেখালেও স্থায়ী হতে পারেননি। পরপর উইকেট হারিয়ে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। লিটন দাস (৫), সাইফ হাসান (৮) ও শামীম হোসেন (১) ফিরলে ব্যাটিং লাইন একপ্রকার ভেঙে পড়ে।
তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান চেষ্টা করেছিলেন প্রতিরোধ গড়তে। কিন্তু সেই চেষ্টাও দীর্ঘস্থায়ী হয়নি। সোহান ফিরেছেন ১০ বলে ৫ রান করে, হৃদয় করেছেন ২৫ বলে ২৮। এরপর তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের জুটিতে কিছুটা আশার আলো দেখা যায়। দুজনের জুটিতে ২৩ বলে আসে ৪০ রান। তানজিমের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৩, নাসুমের ১৩ বলে ২০ রান।
তবে দুজনের বিদায়ের পরই শেষ হয়ে যায় বাংলাদেশের লড়াই। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। প্রথম তিন বলে আসে মাত্র ৩ রান। চতুর্থ বলে তাসকিন ছক্কা হাঁকালেও এক পা পেছনে যাওয়ার সময় স্টাম্পে লেগে যায় পা-হিট আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ছক্কা মারা সত্ত্বেও সেটি আর গণনা হয়নি, শেষ হয় বাংলাদেশের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডন সিলস ও জেসন হোল্ডার সমান তিনটি করে উইকেট নেন। তাদের শৃঙ্খল বোলিং ও ফিল্ডিংয়ের সামনে আবারও ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার! এই হারে বাংলাদেশের টি-টোয়েন্টিতে ব্যাটিং ধসের গল্প নতুন কিছু নয়। লিটনদের ব্যাটে নেই ধারাবাহিকতা, নেই দৃঢ়তা।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, অ্যাথানেজ ৩৪, কিং ৩৩; তাসকিন ২/৩৬, রিশাদ ১/৪০, নাসুম ০/১৫)।
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৯/১০ (তানজিম ৩৩, হৃদয় ২৮, নাসুম ২০; হোল্ডার ৩/৩১, সিলস ৩/৩২, আকিল ২/২২)।
ফল: ১৬ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ ।
ম্যাচসেরা: রোভম্যান পাওয়েল।