ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন একবারের জন্যও থেমে থাকলো না। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেও দলে জয় আসেনি। অধিনায়ক লিটন দাস ও ব্যাটার তানজিদ হাসান তামিম হারের জন্য নিজের দায়িত্ব স্বীকার করেছেন।
চট্টগ্রামের মাঠে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫০ রান। তানজিদ তামিম ৪৮ বলে ৬১ রান করলেও দলের অন্যান্য ব্যাটাররা পূর্ণ অবদান রাখতে পারেননি। জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী ও তাওহীদ হৃদয়-সবাই গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়ে গেছেন। ফলে বাংলাদেশ হেরে যায় মাত্র ১৪ রানে।
ম্যাচ শেষে লিটন দাস বলেন, ‘গত কয়েক সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে। কিন্তু তারা নিজের কাজটা করলেও আমরা জিততে পারিনি। চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান করা বেশি কঠিন নয়। যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস তৈরি করতে হবে। আমি নিজেও ১২–১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।’
তানজিদ হাসান তামিমও নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই উইকেটে নতুন ব্যাটারদের জন্য মারতে যাওয়া কঠিন। আমি যদি শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারতাম, হয়ত ম্যাচের ফলাফল ভিন্ন হতো। আমার দায়িত্বটা শেষ পর্যন্ত পালন করতে পারিনি।’
দল হোয়াইট ওয়াশ এড়ানোর শেষ সুযোগের জন্য আগামীকাল তৃতীয় ম্যাচে নামতে প্রস্তুত। লিটন–তামিমরা আশা রাখছেন, ব্যাটিং লাইন-আপ দায়িত্ববোধ নিয়ে খেলবে এবং দলের মনোবল ফিরে পাবে।