এক টানা সাফল্যের পর হঠাৎ হোঁচট খেল বাংলাদেশ টি-টোয়েন্টি দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০-৩ ব্যবধানে সিরিজ হার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জয়ের আনন্দের পাশাপাশি বিশ্রামও কতটা প্রয়োজন। টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যাটিং ব্যর্থতাই দলের পতনের মূল কারণ বলে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘শেষ সিরিজে আমাদের ধারাবাহিকতা কিছুটা ভেঙেছে। চারটা সিরিজ টানা জেতা ছোট কথা নয়। এবার একটু থেমে গেছি, তবে এটা শুরুর মতো হতাশাজনক কিছু না। ব্যাটিংয়ে আমরা যে রান করার কথা ছিল, তা করতে পারিনি-এটাই পার্থক্য তৈরি করেছে।’
প্রথম ম্যাচের শেষ দিকের কয়েক ওভার এবং দ্বিতীয় ম্যাচের সুযোগ হারানো নিয়ে হতাশ ফাহিম বলেন, ‘প্রথম ম্যাচে শেষ দুই-তিন ওভারে তাদের রান আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। দ্বিতীয় ম্যাচে আমরা তাদের কম রানে আটকে রাখতে পেরেছিলাম, কিন্তু নিজেরাই ব্যাটিংয়ে পিছিয়ে পড়ি। এটা উদ্বেগের।’
ফাহিম মনে করেন, দীর্ঘ সময় টানা খেলার কারণে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক ক্লান্তি এসেছে। তাই বিশ্রামের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। ‘পেস বোলারদের আমরা রোটেশনে রাখছি। শুধু বিশ্রাম নয়, নতুনদের তৈরি করাও লক্ষ্য। একাদশে যারা নিয়মিত, তাদের বাইরে থাকা ক্রিকেটারদেরও প্রস্তুত রাখতে চাই।’
ব্যাটিং লাইনআপ নিয়ে ফাহিম বলেন, ‘সাইফ আগের মতো ছন্দে ছিল না, তানজিদ (তামিম) ভালো করেছে। মিডল অর্ডারে জাকের আর সোহানদের ওপর আস্থা ছিল, কিন্তু এবার ম্যাচজয়ী ইনিংস পাইনি। বিশ্রাম পেলে হয়তো মানসিকভাবে আরও রিফ্রেশ হয়ে ফিরবে ওরা।’
জাকেরের ফর্মহীনতা প্রসঙ্গে ফাহিম বলেন, ‘প্রত্যাশা বাড়লে চাপও বাড়ে। নতুনরা শুরুতে স্বচ্ছন্দে খেলে, কিন্তু সময়ের সঙ্গে প্রতিপক্ষ তাদের নিয়ে গবেষণা করে, নতুন কৌশল নেয়। জাকেরও নিশ্চয়ই সেই পরিস্থিতি কাটিয়ে উঠবে।’
সোহানের চোট নিয়েও সতর্ক ফাহিম বলেন, ‘চিকিৎসা চলছে, তবে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে।’
ক্রিকেট অপারেশন্সে ছায়া কমিটি গঠনের বিষয়টি নিয়ে গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন কোনো আলাদা কমিটির সুযোগ নেই। বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলিই সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে বিশেষ কমিটি হতে পারে, তবে সেটা শুধুই ক্রিকেট অপারেশন্সের জন্য নয়।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ, সামনে আয়ারল্যান্ড। ঘরের মাঠেই আবারও নিজেদের ফিরে পাওয়ার সুযোগ দেখছেন ফাহিম, ‘আমাদের এই দল ঘুরে দাঁড়াতে জানে। একটু বিশ্রাম, কিছু পুনর্বিবেচনা, এরপরই হয়তো আমরা আগের ধারায় ফিরব।’