মিরপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ নিশ্চিত করলো বড় জয়। মুশফিকুর রহিমের শততম টেস্টে টাইগাররা লড়াই করে জিতলো ২১৭ রানে। আর সিরিজ নিয়েছে ২-০ ব্যবধানে। লাঞ্চের পরই জয়ের আনন্দ ছড়িয়ে পড়লো মাঠে, কিন্তু শেষ পর্যন্ত এই জয় সহজে আসেনি।
আজ সকালে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ডকে খেলতে হয়েছিল ৫৯.২ ওভার। কার্টিস ক্যাম্ফার খেললেন ২৫৯ বল, ৭১ রানে অপরাজিত থেকে নতুন চতুর্থ ইনিংসের বল খেলার রেকর্ড গড়লেন। ম্যাকব্রাইনের সঙ্গে তার ২০৫ বলের জুটি বাংলাদেশের জন্য অনেকটা অপেক্ষার কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশের বোলারদের ধৈর্য ও নিখুঁত পরিকল্পনা শেষমেশ ফল দেয়। তাইজুল ইসলাম এবং হাসান মুরাদ চারটি করে উইকেট নেন। মুরাদ শেষ মুহূর্তে ভাঙেন ক্যাম্ফার–হোয়ের ৫৪ রানের জুটি। হোয়ে ৩৭ ও হামফ্রিজকে বোল্ড করে মিরপুরে জয়ের সূচনা নিশ্চিত করেন।
মিরপুর চতুর্থ ইনিংসে আয়ারল্যান্ডের ১১৩.৩ ওভার, ২৯১ রান ছিল সফরকারীর সর্বোচ্চ। এর আগে কোনো দল এত ওভার বা রান তুলতে পারেনি। তবু শেষ পর্যন্ত তারা হেরে যায় ২১৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (ডি.)
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫--১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০২-০)।
ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: মুশফিকুর রহিম।