বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি থেকে ৭ দিন পিছিয়ে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর এবং আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি।
বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, কয়েক দফায় পেছানোর পর প্লেয়ার্স ড্রাফট বা নিলামের চূড়ান্ত তারিখ ঠিক করা হয়েছে ৩০ নভেম্বর।
শুরুতে ৫টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে একটি দল বাড়ানো হয়েছে। নতুন যুক্ত হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। ফলে মোট ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের আসর। অন্য দলগুলো হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস।
প্রায় এক যুগ পর বিপিএল আবার নিলাম পদ্ধতিতে ফিরছে। এবারের নিলামের জন্য ৫০০ বিদেশি ক্রিকেটার নাম দিলেও যাচাই-বাছাই শেষে ড্রাফটে রাখা হয়েছে ২৫০ জনকে। দেশি ক্রিকেটারদের মধ্যে ১৬৬ জন তালিকায় থাকলেও ১০ জন সরাসরি চুক্তিবদ্ধ হওয়ায় ড্রাফটে থাকছেন ১৫৬ জন।
বেঁধে দেয়া নিয়ম অনুসারে নিলাম থেকে প্রতিটি দলকে অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে হবে। দেশি ক্রিকেটার কিনতে হবে ১২ জন। আবার সরাসরি চুক্তিতে বিদেশি কেনা যাবে সর্বোচ্চ ২ জন, দেশিও ২। একাদশে বিদেশি ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ ৪ জন, সর্বনিম্ন ২।