বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবারও ফিরছে নিলাম। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামকে আরও প্রাণবন্ত করতে শেষ সময়ে যুক্ত হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি-নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলসের মালিকানায় প্রথমবারের মতো বিপিএলের মাঠে নামছে তারা এবং নিলামের আগেই দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে দ্রুত গতিতে।
দলটির প্রথম বড় ঘোষণা আসে প্রধান কোচ নিয়োগে। নোয়াখালী এক্সপ্রেস দায়িত্ব দিয়েছে জাতীয় দলের সাবেক ম্যানেজার ও অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজনকে। নতুন ফ্র্যাঞ্চাইজির প্রথম মৌসুমেই সুজন দলের সামগ্রিক পরিকল্পনা ও কৌশলের নেতৃত্ব দেবেন।
নিয়ম অনুযায়ী, নিলামের আগে দুই দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ কাজে লাগিয়েছে নোয়াখালী। জাতীয় দলের পেস অলরাউন্ডার সৌম্য সরকার এবং নিয়মিত পেসার হাসান মাহমুদকে তারা যুক্ত করেছে নিজেদের স্কোয়াডে। সাম্প্রতিক ফর্মে থাকা সৌম্য এবং ওয়ানডে-টি২০ দু’ফরম্যাটেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হাসান-দুজনকেই নিজেদের শক্তিমত্তার মূল ভিত্তি হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।
একই সঙ্গে জনসন চার্লসসহ টিম ডেভিড ও জিমি নিশামের সঙ্গে আলোচনাও এগিয়ে রেখেছে তারা, যদিও কোনও বিদেশির সঙ্গেই এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।
এবারের বিপিএল ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। রংপুর রাইডার্সের মালিকানা গেছে টগি স্পোর্টসের হাতে, চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহীর দায়িত্ব নাবিল গ্রুপ, সিলেটের মালিক ক্রিকেট উইথ সামি, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবে চ্যাম্পিয়ন স্পোর্টস।
প্রতিটি দলই নিলামকে সামনে রেখে স্কোয়াড গঠনে দারুণ সক্রিয়, বিশেষ করে দেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে। রংপুর নিয়েছে মুস্তাফিজ ও সোহানকে, ঢাকা তাসকিন ও সাইফকে, সিলেট দলে যুক্ত করেছে মিরাজ ও নাসুমকে, রাজশাহীর স্কোয়াডে এসেছে শান্ত ও তানজিদ তামিম, আর চট্টগ্রাম নিয়েছে শেখ মেহেদী ও তানভির ইসলামকে।
নিলামের জন্য ইতোমধ্যে ২৫০ বিদেশি ক্রিকেটার ও ১৫৮ দেশি খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
