আয়ারল্যান্ডেকে ৪ উইকেটে হারালো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। এমন সমীকরণের ম্যাচে আয়ারল্যান্ডেকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সফরকারীদের দেয়া ১৭১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা।

এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রানের জুটি গড়েন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। পঞ্চম ওভারে সাইফ হাসানের দুর্দান্ত এক ক্যাচে স্টার্লিংকে ফিরিয়ে আয়ারল্যান্ডের তাণ্ডব থামালেন তানজিম হাসান সাকিব। বিদায়ের আগে ১৪ বলে ২৯ রান করেন আইরিশ অধিনায়ক।

লিটনের ফিফটি

এরপরেও আক্রমণাত্বক ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন দুই ভাই টিম টেক্টর ও হ্যারি টেক্টর। নবম ওভারের প্রথম বলে ওপেনার টিম টেক্টরকে ফিরিয়ে সেই ঝড় থামান স্পিনার শেখ মেহেদী হাসান। এই অফস্পিনারের বলে স্টাম্পড হয়ে ২৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৮ রান করে সাজঘরে ফেরেন টিম। 

টিমের বিদায়ের চার বল পরেই হ্যারি টেক্টরকেও ফেরান মেহেদী। ১১ বলে ১১ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের জয়ের নায়ক। এরপর ১১তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে এসে ৯ বলে ৭ রান করা বেন কালিজকে স্টাম্পিং করে ম্যাচে তৃতীয় উইকেট পান মেহেদী।  

এরপর জজ ডকরেলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লরকান টাকার। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়েন। ১৯তম ওভারে ২১ বলে ১৮ রান করা ডকরেলকে ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষদিকে টাকারের ৩২ বলে ৪১ রানে ভর করে ১৭০ রানের সংগ্রহ পায় সফরকারীরা।