১৪ বছর পর মার্সেই এর প্রথম কোনো শিরোপা জয়ের সুবাসও পেয়েও হাতছাড়া হয়ে গেলো। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোলে সব ওলটপালট করে দেন গন্সালো রামোস। সেখান থেকে টাইব্রেকারে গড়ানো ম্যাচে গোলরক্ষক লুকাস শুভালিয়ের নৈপুণ্যে আবারও ফরাসি কাপের শিরোপা ঘরে তুলেছে পিএসজি।
বৃহস্পতিবার রাতে কুয়েতে নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এরপর টাইব্রেকারে ৪-১ গোলে জেতে লুইস এনরিকের দল।
এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। সবশেষ ১৩ বারের মধ্যে ১২ বারই শিরোপা ঘরে তুলেছে প্যারিসের ক্লাবটি।
ফরাসি লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ী দলের মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। গত মৌসুমে পিএসজি দুটি শিরোপাই জেতায় তারা মুখোমুখি হয় গতবার লিগে রানার্স-আপ হওয়া মার্সেইয়ের। ২০১১-১২ মৌসুমে ফরাসি কাপ জয়ের পর থেকে আর কোনো শিরোপা জিততে পারেনি দলটি।
ম্যাচের ১৩তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী ও ফিফা বর্ষসেরার পুরস্কার পাওয়া উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
৭৬তম মিনিটে পেনাল্টি থেকে মার্সেইকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড। ৮৭তম মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় দলটি।
পিএসজির পরাজয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই দলকে সমতায় ফেরান ৮৯তম মিনিটে বদলি হিসেবে নামা রামোস। ৬ মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রাডলি বার্কোলার হেড থেকে বল জালে জড়ান এই পর্তুগিজ ফরোয়ার্ড।
টাইব্রেকারে মার্সেইয়ের প্রথম দুটি শট ঠেকিয়ে জয়ের নায়ক শুভালিয়ে। গত আগস্টে পিএসজির হয়ে অভিষেকে উয়েফা সুপার কাপের টাইব্রেকারে টটনাম হটস্পারের একটি শট ঠেকিয়ে দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন এই ফরাসি গোলরক্ষক।