তিন ম্যাচে দুটোতেই হার। তারপরও প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল। তৃতীয় সেরা দলের একটা হয়ে তারা শেষ আটের টিকিট পেয়েছে।
বুধবার (৩১ জুলাই) রাতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা স্পেনের কাছে ২-০ গোলে হারে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে খেলবে।
ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন, কলাম্বিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা ও জার্মানি শেষ আটে পৌঁছেছে। অন্য কোয়ার্টার ফাইনালে স্পেন কলাম্বিয়া, যুক্তরাষ্ট্র জাপানের এবং কানাডা জার্মানির মুখোমুখি হবে। চারটি ম্যাচই ৩ আগস্ট মাঠে গড়াবে।
বুধবার রাতে অনুষ্ঠিত অন্য ম্যাচে ‘এ’ গ্রুপের খেলায় ফ্রান্স ২-১ গোলে নিউজিল্যান্ডকে, কানাডা ১-০ গোলে কলাম্বিয়াকে, ‘বি’ গ্রুপের খেলায় যুক্তরাষ্ট্র ২-১ গোলে অস্ট্রেলিয়াকে, জার্মানি ৪-১ গোলে জাম্বিয়াকে, ‘সি’ গ্রুপের খেলায় স্পেন ২-০ গোলে ব্রাজিলকে এবং জাপান ৩-১ গোলে নাইজেরিয়াকে হারায়।
এদিন অনুষ্ঠিত ম্যাচগুলোর মধ্যে সবার চোখ ছিল বর্তমান চ্যাম্পিয়ন কানাডা ও কলাম্বিয়ার ম্যাচে। সবার আগে কানাডার শেষ আটে টিকিট পাওয়ার কথা ছিল। সেভাবেই তারা এগুচ্ছিল। কিন্তু একটা দুর্ঘটনা তাদের ছয় পয়েন্ট কেটে নেওয়া হয়। যার কারণে তাদের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু বীরের মতো লড়ে তারা ঠিকই শেষ আটে টিকিট কেটেছে। গ্রুপের খেলায় রানার্সআপ হয়ে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে এবং শিরোপা ধরে রাখার পথে এগিয়ে চলেছে।