পারলেন না মার্তা। ক্যারিয়ারের শেষ ম্যাচটা রাঙাতে পারলেন না। অলিম্পিক ফুটবলের সোনা জিততে না পারার আক্ষেপটা থেকেই গেল। এই আক্ষেপ সঙ্গী করে তাকে বিদায় নিতে হচ্ছে। শনিবার (৯ আগস্ট) প্যারিস অলিম্পিকে নারী ফুটবলের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে তার দল ১-০ গোলে হেরে গেছে। ৫৭ মিনিটে একমাত্র গোলটি করেন ম্যালোরি সোয়ানসেন।
এবারর শিরোপা জয়ের মাঝ দিয়ে যুক্তরাষ্ট্র অলিম্পিক নারী ফুটবলে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করলো। যদিও গত দুই আসরে তারা ভালো করতে পারেনি তবে এবার নিয়ে তারা পাঁচবার সোনা জয় করেছে। ব্রাজিল এ পর্যন্ত তিনবার ফাইনালে উঠলে একবারও শিরোপা জয় করতে পারেনি। তিনবার ফাইনালে তারা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অলিম্পিক নারী ফুটবলে সোনা জয়ী দলগুলো হলো জার্মানি, কানাডা ও নরওয়ে। তিনটি দেশই একবার করে শিরোপা জয় করেছে।
যুক্তরাষ্ট্র ২০১২ সালে সর্বশেষ সোনা জয় করেছিল। নতুন কোচ ইমা হায়েসের হাত ধরে তারা দুই আসর পর আবার সোনা উদ্ধার করেছে। এই উদ্ধার মিশনে গোলরক্ষক আলিসা নাহেরের অবদান কম নয়। শেষ মুহুর্তে ব্রাজিলের একটা আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন। অড্রিয়ানার হেড এক হাতে থামিয়ে দেন। এর আগে ৫৭ মিনিটে গোলটি করেন সোয়ানসেন। জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচটি দারুণভাবে রাঙিয়ে রাখলেন তিনি।
