চ্যাম্পিয়নস লিগে আবার দেখা যেতে পারে রোনালদোকে

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৩৯। তারপরও অবসর বিষয়ে এখনই কোনো চিন্তা ভাবনা নেই এই পর্তুগিজের। বর্তমানে তিনি সৌদি প্রো লিগে খেলায় চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার সুযোগ নেই রোনালদোর। তবে ভবিষ্যতে চ্যাম্পিয়নস লিগে আবার তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হলো। সেখানেই রোনালদো ভবিষ্যতে চ্যাম্পিয়নস লিগে খেলার আশাবাদ ব্যক্ত করেন। 

চ্যাম্পিয়নস লিগের আসরে সবচেয়ে বেশি গোল করায় রোনালদোকে এই অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সেখানে উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দার সেফেরিন আর তাকে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, আমি এখনো চ্যাম্পিয়নস লিগ (এশিয়ান চ্যাম্পিয়নস লিগ) খেলি। এটা ভুলে গেলে চলবে না। যাহোক এখানে উপস্থিত থাকাটা আমার জন্য আনন্দের ব্যাপার। আমাকে এই বিস্ময়কর পুরস্কার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই জানে চ্যাম্পিয়নস লিগ সর্বোচ্চ প্রতিযোগিতা। যাহোক ফুটবলে কি ঘটে তা আগেভাগে বলা যায় না। ভবিষ্যতে হয়তো আমাকে আবার চ্যাম্পিয়নস লিগে দেখা যেতে পারে।

উল্লেখ্য, রোনালদো ক্যারিয়ারে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয় করেছে। একবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং চারবার রিয়াল মাদ্রিদের হয়ে। চ্যাম্পিয়নস লিগে তার গোলের সংখ্যা ১৪০।