আন্তর্জাতিক ফুটবলকে দেওয়ার মতো অনেক কিছুই আছে। সে কারণ জাতীয় দল থেকে অবসরের কোনো চিন্তা ভাবনা করছেন না বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা রোনালদো।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো এখন বিশ্বকাপ বাছাইয়ের খেলার জন্য প্রস্তুত। অন্যদিকে ইউরোপের দেশগুলো নেশনস লিগে খেলার প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে পর্তুগাল বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এ ম্যাচের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে রোনালদো তার অবসর বিষয়ক প্রশ্নের জবাবে এমনটা বলেন।
রোনালদো বলেন, যখন অবসরের সময় আসবে তখন আমি সরে যাব। এটা এমন কোনো কঠিন সিদ্ধান্ত হবে না। যদি আমি বুঝতে পারি দলের জন্য আমি আর কোনো অবদান রাখতে পারছি না তখন আমিই প্রথম সরে যাওয়ার সিদ্ধান্ত নেব।
এ ব্যাপারে রোনালদো তার সাবেক সতীর্থ পেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গত আগস্টে ৪১ বছর বয়সে পেপে সামনের দরজা দিয়ে অবসর নিয়েছে। এ জন্য তাকে বলতে হয়নি।
পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো বর্তমানে সৌদি আরবে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন। গত দুই বছর ধরে তিনি সৌদি লিগ মাতিয়ে চলেছেন। তবে গত ইউরো চ্যাম্পিয়নশিপে সময়টা ভালো যায়নি রোনালদোর। ছয় ম্যাচে মাঠে নেমে একটা গোলও করতে পারেননি। তার দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।